Khoborerchokh logo

স্ত্রী হিন্দু, তিনি মুসলিম, ছেলেমেয়েরা কোন ধর্মাবলম্বী? মুখ খুললেন শাহরুখ 376 0

Khoborerchokh logo

খবরের সময় ডেস্ক

‘আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।’ সম্প্রতি ড্যান্স প্লাস ৫ নামে একটি টিভি শো-তে হাজির হয়ে এমনটা সাফ জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিং খানের এই ভিডিও।
শাহরুখ বলেন, তার বাড়িতে হিশাহরুখের কথায়, ‘অনেকসময় স্কুলের ফর্মে কোন ধর্ম সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই। আর হওয়া উচিতও নয়।’
প্রসঙ্গত, শাহরুখের বাসভবন মান্নাতে যেভাবে আড়ম্বরের সঙ্গে ঈদ উদযাপন করা হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর অনুষ্ঠান। জিনিউজ।ন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনোদিন আলোচনা হয় না।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com